ষোল বছর পর কারাগারের উঁচু দেওয়ালের বাইরে পা রাখার পর বিডিআরের ইঞ্জিনিয়ার কোরের সদস্য মুজাফফর হোসেন দেখতে পান পরিবারের স্বজনরা ফুল হাতে অপেক্ষা করছেন তার জন্য। এরপর মুজাফফর যখন নাতিদের জড়িয়ে ধরেন, তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। মুজাফফরের মত ১৭৮ জন বিডিআর জওয়ান বৃহস্পতিবার কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সীমান্তরক্ষী বাহিনীর এই সদস্যরা হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক… বিস্তারিত