বৈশ্বিক চলচ্চিত্র উৎসবের তালিকায় ‘বিগ ফাইভ’ ধরা হয় কান, বার্লিন, ভেনিস, টরন্টো ও সানড্যান্সকে। এরমধ্যে প্রতিবছর উৎসবের ডামাডোল শুরুতে বাজায় সানড্যান্স! যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় ২৪ জানুয়ারি) এর ৪১তম আসরের পর্দা উঠেছে। এটি পশ্চিম যুক্তরাষ্ট্রের একটি পার্বত্য রাজ্য। এর তিন দিকে অ্যারিজোনা, কলোরাডো ও নিউ মেক্সিকো রাজ্য।
স্বাধীন ও প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য বিশ্বের… বিস্তারিত