বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি রোমাঞ্চ, উত্তেজনা আর আবেগের এক অনন্য মেলবন্ধন। তবে গেল কয়েক আসরে বিপিএলের সেই পুরোনো জৌলুস যেন একটু ম্লান হয়ে গিয়েছিল। গ্যালারির ফাঁকা চেয়ার, উদাসীন দর্শক এবং টুর্নামেন্ট ঘিরে কমে আসা আগ্রহ অনেককে ভাবিয়ে তুলেছিল। বিপিএল কি আর আগের মতো মাতিয়ে রাখতে পারবে? তবে এবারের আসরের শুরু থেকেই সেই ভাবনা খানিকটা কেটে গেছে।
মাঠের… বিস্তারিত