খুলনার কয়রা উপজেলার খিরোল গ্রামের মোঃ হাফিজুল ইসলাম সরদারের মৎস্য ঘেরের গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এতে আগুনে পুড়ে মারা গেছে গোয়াল ঘরে থাকা গরু ও ছাগল।
বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ২ টার দিকে গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের খবর শুনে গ্রাম ও আশপাশের লোকজন ওই মৎস্য ঘেরে গিয়ে দেখতে ভিড় করছে।
ভুক্তভোগী জানান, আমি ছয় বিঘা জমি হারি নিয়ে মৎস্য ঘের করে মাছ ফসল উৎপাদন করছি। এবং ঘেরের মাঝ বরাবর একটি গোয়ালঘর করে এখানে গরু ছাগল পালিতেছি। ঘেরে মাছ না থাকার কারণে আমি কয়দিন ধরে বাড়িতে রাতে থাকতেছি। বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক দুইটা চল্লিশ মিনিটে আমার পাশের ঘরের এক ভাই আমাকে ফোন দিয়ে বলেন তোমার ঘেরের গোয়ালে দেখো আগুন জ্বলছে, আমি সাথে সাথে বাড়ি থেকে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে । এ সময় আমার বাড়ির লোক আমার সাথে আসে পাশ ঘের থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণ করে দেখি গোয়ালে একটি গরু ও দুটি ছাগল মারা গেছে। আগুনের তাপে দড়ি কেটে তিনটি গরু ও চারটি ছাগল প্রাণে বেঁচে গেছে।
তিনি আরও বলেন, আমার গোয়াল ঘরে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। কে বা কারা শত্রুতামূলকভাবে আমার গোয়াল ঘরে আগুন দিয়ে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
সরেজমিনে বেলা বারোটার দিকে গিয়ে দেখা গেছে, ওই ঘেরের গোয়ালঘর আগুনে পুড়ে গেছে মাটিতে পড়ে আছে একটি গরু ও দুটি ছাগলের মরা দেহ। আশপাশ থেকে লোকজন ঘটনাস্থলে দেখতে যাচ্ছে।
এ সময় কথা হয় খিরোল গ্রামের কামরুল সানার স্ত্রী খাদিজা খাতুনের সাথে, তিনি বলেন আগুন দিয়ে গরু ছাগল পুড়ে মেরে ফেলা ঠিক হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হাসানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেছি কে বা কারা রাতের আঁধারে গোয়ালঘর পোড়ায় দেছে। গোয়ালে থাকা একটি গরু ও দুটি ছাগল মারা গেছে।
খুলনা গেজেট/এনএম
The post কয়রায় মৎস্য ঘেরের গোয়ালঘরে আগুন, মারা গেছে গরু-ছাগল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024