২০২০ সালের সেপ্টেম্বরে প্যারিসে শার্লি এব্দোর অফিসের বাইরে হামলার দায়ে পাকিস্তানি নাগরিক জাহির মাহমুদের ৩০ বছরের কারাদণ্ড হয়েছে। প্যারিসের আদালত শুক্রবার এই রায় দিয়েছে। খবর ডয়চে ভেলের।
প্যারিসের ওই আদালত জানিয়েছে, ২৯ বছর বয়সী জাহির মাহমুদ হত্যাচেষ্টা, ও সন্ত্রাসবাদের অপরাধে অপরাধী। ২০২০ সালের সেপ্টেম্বরের ওই হামলায় দুইজন আহত হয়েছিলেন।
জাহিরের বিশ্বাস ছিল, তিনি প্যারিসে শার্লি এব্দোর অফিসের… বিস্তারিত