সাতক্ষীরায় এক ব্যবসায়ীর বাড়িতে জালানার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে একসময় শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেলের বাড়িতে এঘটনা ঘটে। চোরেরা বাড়ির আলমারিতে থাকা নগদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকাসহ ৬ ভরি ওজনের স্বর্ণের গহনাসহ দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বাড়ির মালিক ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেল সাতক্ষীরার শহরের মধুমোল্লারডাঙ্গী গ্রামের হাবিবুল্লাহ বাহারের ছেলে।
রাসেলের স্ত্রী শারমিন সুলতানা জানান, বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয়রা ফোনে আমাকে জানান যে, আমার ঘরের জালানার গ্রিল কাটা। আমি তড়িঘড়ি করে বোনকে সাথে নিয়ে বাড়ি পৌছে পুলিশে খবর দেই। পুলিশ আসার পর ঘরের মধ্যে ঢুকে দেখি আমার আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকা, ১০ টি স্বর্ণের নাকফুল, ৪ জোড়া স্বর্ণের রুলি, ২ জোড়া স্বর্ণের চেইনসহ ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে চোরেরা।
সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল আহমেদ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ টিএ
The post ব্যবসায়ীর বাড়িতে চুরি, দশ লাখ টাকার মালামাল লুট appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024