বলিউড অভিনেতা সাইফ আলি খানের জীবনের বিভীষিকাময় রাত ১৬ জানুয়ারি। যে রাতে এক অজ্ঞাত ব্যক্তি তার শরীরে একের পর এক ছুরির আঘাত হেনেছিলেন। অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান তার বয়ানে এ কথা পুলিশকে জানিয়েছেন। জেরার সময় প্রায় একই কথা বলতে শোনা গিয়েছে তারকা দম্পতির ছোট ছেলে জেহ্-র দেখভালকারীর থেকেও। ওই রাতে যিনি হামলার শিকার, সেই সাইফ কী বলছেন? ঠিক কী ঘটেছিল এই অভিনেতার সঙ্গে?
ভারতীয় সংবাদমাধ্যম… বিস্তারিত