রাষ্ট্রায়াত্ব পাটকল, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিলসহ সকল বন্ধকৃত শিল্প কলকারখানা চালু ও সকল শ্রমিক কর্মচারিদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। শুক্রবার (২৪ জানুয়ারি) খালিশপুর পিপলস্ গোল চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জে জে আই থেকে শুরু করে খালিশপুরের সকল সরকারি বে-সরকারি মিলের নেতৃবৃন্দসহ শত শত শ্রমিক কর্মচারিরা অংশ গ্রহন করে। এ সময় উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে শ্রমিক নেতা শেখ নুর মোহাম্মদ ও রেজাউল করিম এর পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন খালিশপুর খুলনার এক সময় অর্থনৈতিক মেরুদন্ড ও কর্মচঞ্চল উপ-শহর ছিল। খুলনা শিল্প বন্দর নগরী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পরিচয় বহন করত। বর্তমানে খুলনায় পাটসহ সকল শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন মানুষের জীবন জীবিকা নির্বাহ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। আমরা খুলনার এই বৈষম্যের অবসান চাই।
এসময় বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির মহাসচিব এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, শ্রমিক কল্যাণ ফোডারেশনের নেতা খান গোলাম রসুল, রকিব উদ্দিন ফারাজী, মোঃ ইলিয়াস মোল্লা, জাতীয় নাগরিক কমিটির ইকবাল হোসেন মোড়ল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের সাইফ নেওয়াজ, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, মনির হোসেন, মোঃ আশরাফ হোসেন, নুরুল ইসলাম, মোঃ রেজাউল হক, জহিরুল ইসলাম, খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, শ্রমিক নেতা জামাল হোসেন মোল্লা, শাহাবুদ্দিন, আব্দুল বাতেন, মাহফুজুর রহমান, আলমগীর হোসেন, খলিলুর রহমান, নাজমুল হোসেন বাবু প্রমুখ।
The post পাটকলসহ শিল্প কলকারখানা চালু দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.