বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে আরাফাত রহমান কোকোকে কৌশলে হত্যা করা হয়েছে উল্লেখ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ওয়ান-ইলেভেনের সরকার ও শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করেছেন। তারই অংশ হিসেবে তারা কোকোকে কৌশলে হত্যা করেছেন। অথচ রাজনীতির বাইরে ছিলেন কোকো। কিন্তু তিনি রাজনীতির নির্মম শিকার। কোকোকে ওয়ান-ইলেভেনের সময় গ্রেপ্তার করে তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। ওই শারীরিক নির্যাতনের ধকল থেকে তিনি আর সেরে উঠতে পারেননি। পরবর্তীতে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি।
শুক্রবার (২৪ জানুয়ারি) আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মোহামেডান স্পোটিং ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, আরাফাত রহমান কোকোর জন্ম হয়েছিল বাংলাদেশের উন্নয়নের জন্য, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য।
অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। দুর্ভাগ্য আমাদের এই অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠককে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থায় তিনি মারা গিয়েছেন। গোটা জাতি বিগত ১৭বছর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিল। দেশের মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা হরণ করা হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের বিদায় হয়েছে। কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা আরো বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত বিপ্লবকে সফল করতে বিএনপি বদ্ধ পরিকর।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, এ্যাড.মোমরেজুল ইসলাম, সৈয়েদা নারগীস আলী, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, এড. শেখ মোহাম্মাাদ আলী বাবু, মোল্লা ফরিদ আহম্মেদ, হাবিবুর রহমান বিশ্বাস, ফকরুল আলম, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পী, নাসির উদ্দিন, যুবদলের আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিনসহ বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কমনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
The post ‘আরাফাত রহমান কোকোকে কৌশলে হত্যা করা হয়েছে’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.