নাগরিক টিভির নিউজ এডিটর মোঃ সাখাওয়াত হোসেনের বাবা (বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমীন( গেরিলা যুদ্বা) শুক্রবার ভোর রাতে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ী ময়মনসিংহ সদরের পশ্চিম দাপুনিয়াতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ১৯৫২ সালে পিতা মনোয়ার আলী মাষ্টারের ঘরে পশ্চিম দাপুনিয়াতে জন্ম গ্রহন করেন।
স্কুল শিক্ষতা দিয়ে চাকরি জীবণ শুরু হলেও পরে যোগাদান মুক্তিযোদ্ধা কোটায় কৃষিবিশ্ববিদ্যালয়ে। অবসরে যান ২০১৩ সালে। তিনি যুদ্ধ করেছেন ১১ নম্বর সেক্টরের অধিনে। ময়মনসিংহ সদরের, দাপুনিয়া, ঘাগড়া, ভাবখালী, খাগডহর অঞ্চলের দায়িত্বে ছিলেন। যুদ্ধে অংশ নেন খাগডহরসহ বেশ কয়েকটি গেরিলা যুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে যাওয়ায় পাক হানাদার বাহিনীর নির্যাতনে মরহুমের বাবা ও শশুর নির্যাতনের শিকার হয়ে মারা যান ১৯৭১ সালের ডিসেম্বারে। ) গত দেড়যুগ নানা বৈষম্যমূলকভাবে বীরমুক্তিযোদ্বা রুহুল আমিনকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হয়।
মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী ৩ ছেলে,১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
The post গেরিলা যুদ্ধা রুহুল আমিনের দাফন সম্পন্ন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.