ন্যাশনাল ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের (এনআইজিএস) উদ্যোগে ‘বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি: শান্তি ও ঐক্যের পথ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) আশুলিয়ায় বধিজ্ঞান ভাবনা কেন্দ্রে সেমিনারটি হয়।
বধিজ্ঞান ভাবনা কেন্দ্রের ভান্তে অশীস জিনা রক্ষিতর সভাপতিত্বে সেমিনারে এনআইজিএস এর সভাপতি দয়াল কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক একেএম সায়েদাদ হোসেনসহ জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা… বিস্তারিত