সাহিত্য বিভাগের আয়োজনে নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন কবি মাহফুজা অনন্যা। তিনি প্রকৃতি, প্রেম, বিরহ, দেশকাল ও সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘সােনালি অসুখ’ ও ‘কামার্ত নগরের কামিজ’ উল্লেখযোগ্য।বাংলা ট্রিবিউন: কোন বিষয় বা অনুভূতি আপনাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করে?মাহফুজা অনন্যা: পৃথিবী যাকে দূরে সরিয়ে রাখে, কেউ তাকে সহ্য করে না, বুঝতে চায় না। প্রতি পদে তাকে… বিস্তারিত