বিরুদ্ধে বদরগঞ্জ ও পার্বতীপুর দুই থানায় পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করা
হয়েছে। কিন্তু দুই থানার পুলিশের সার্বিক সহায়তা নিয়েও নিজেদের প্রাপ্য
পৈত্রিক সম্পত্তিতে যেতে পারছেনা বিবাহিত ৬ মেয়ে। জনমনে প্রশ্ন উঠেছে
স্বৈরাচার সরকারের পতন হলেও গ্রামগঞ্জে এখনো দলীয় নেতাকর্মীদের দাপট কমেনি।
অভিযোগ সুত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ
গ্রামের মৃত খাজা শাহ্ধসঢ়; এর স্ত্রী মোছাঃ সাজেদা বেগম দুই ছেলে ও এক মেয়ে
নিয়ে সাদামাঠা ভাবে জীবন যাপন করে আসছেন। বিগত বছর দেশে মহামারী
করোনাকালিন সময়ে তার বাবার মৃত্যুর পর তার বিমাতা ভাই জাহিদুল হক স্বপন
আওয়ামীলীগের দাপট দেখিয়ে মৃত ফজলুল হকের ৬মেয়েকে প্রায় ১৪একর সম্পত্তি
থেকে অধিকার বঞ্চিত করেছে। তিনি একাই তার বাবার সকল সম্পত্তি দুস্কৃত
প্রকৃতির লোকজনের কাছে বর্গা দিয়ে সৈয়দপুর শহরে বিলাসবহুল জীবন যাপন
করছে। অন্যদিকে ৬মেয়ে একজোট হয়েও বর্গাচাষীদের কাছ থেকে তাদের পৈত্রিক
সম্পত্তি উদ্ধার করতে পারছেনা। তার কারণ হচ্ছে জমি দখলকারী জাহিদুল হক স্বপন
বর্গা চাষী ও লাঠিয়াল বাহিনী লেলিয়ে দিয়ে সাজেদা বেগম, মনোয়ারা বেগম
সহ অন্যান্য বোনদের অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে। এঘটনায় সাজেদা বেগম বাদী
হয়ে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে তার বোন মনোয়ারা
বেগম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একই ঘটনায় একটি অভিযোগ দায়ের
করেছেন। কিন্তু দুই থানার পুলিশের সার্বিক সহযোগীতা নিয়েও প্রভাবশালী
স্বপন বাহিসীর দাঙ্গা হাঙ্গামার শিকার হওয়ার ভয়ে পৈত্রিক সম্পত্তিতে যেতে
পারছেনা।
এবিষয়ে সাজেদা বেগম বলেন, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি কুঠিপাড়া
গ্রামের জাহিদুল হক স্বপন অর্থ্যাৎ আমার বিমাতা ভাই বদরগঞ্জ ও পার্বতীপুর দুই
উপজেলায় আমার বাবার প্রায় ১৪একর সম্পত্তি জোরপুর্বক দখল করে রেখেছে। আমরা
দীর্ঘদিন ধরে অনেক চেষ্টার পরেও ওই সম্পত্তি উদ্ধার করতে পারছিনা। গত
১৫অক্টোবর/২০২৪সালে আমরা ওই জমিতে গেলে তারা আমাদের জমিতে উঠতে বাধা
দেয়। এসময় স্বপন আমাদেরকে প্রাণনাশের হুমকী দেয়। এরপর জমি উদ্ধারে ব্যর্থ হয়ে
আমি বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। সেইসাথে পার্বতীপুর
উপজেলার কালিকাপুর গ্রামের অধিবাসী আমার বোন মনোয়ারা বেগম একই
ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। কিন্তু পুলিশের
সহযোগীতা নিয়েও আমরা জমিতে উঠতে পারছিনা। স্থানীয়ভাবে আপোষ
মিমাংসার জন্য থানা পুলিশ উভয়পক্ষকে থানায় আহবান করলেও আইন অমান্যকারী
স্বপন থানা পুলিশের কথায় কোন রকম কর্ণপাত করেনা। তিনি এখনো আওয়ামী
প্রভাব খাটিয়ে এলাকায় ভুমিদস্যুর ভুমিকা পালন করছে। এতে করে আমরা আরো
হতাশ হয়ে পড়েছি। তাই আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সাজেদা বেগম আরো বলেন, গতকাল শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে স্বপন বাহিনী
আমার ছেলে তুষার শাহ্ধসঢ়; কে রাস্তা থেকে তুলে নিয়ে তাদের গ্রামে আটক করে
রেখেছিল। পরে স্থানীয় লোকজন আমার ছেলেকে উদ্ধার করেছে। আমরা তার বিরুদ্ধে
থানায় অভিযোগ করার প্রস্তুতি নিয়েছি। অন্যদিকে অভিযুক্ত জাহিদুল হক স্বপন
মোবাইল ফোনে বলেন, স্বেচ্ছায় জমি নয়, আইন আদালতের মাধ্যমেই তাদেরকে
জমি উদ্ধার করতে হবে। এছাড়া কেউ জমিতে এলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে
পারবেনা।
বদরগঞ্জ,রংপুর