শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯ ঘটিকায় বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে ভিক্টর স্পোর্টিং ক্লাবের আয়োজনে “শাইখ স্পোর্টস” এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’এর কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হয়।A ও B গ্রুপ চ্যাম্পিয়ন সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ ও পল্লবী লিজেন্ড এর মধ্যে কোয়ালিফায়ার ম্যাচে টচে জিতে বল করার সিদ্ধান্ত নেয় সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের অধিনায়ক সোহেল মাহমুদ মানিক। পল্লবী লিজেন্ড ১৮ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। পরবর্তীতে ১৫৩ রানের টার্গেটে ব্যাট করে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ। সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ ১৯ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান করে টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করে।৫ উইকেট সংগ্রহ করে সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের অধিনায়ক সোহেল মাহমুদ মানিক ম্যান অব দা ম্যাচ পুরুষ্কার অর্জন করে।সেরা খেলোয়াড় হন সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের ইসমাইল।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন শাইখ স্পোর্টস এর স্পন্সর খন্দকার নাসির উদ্দিন লিটনের পক্ষে শাহীন কাদির, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান। এসময় উপস্থিত ছিলেন সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা, সাধারণ সম্পাদক বিলাস,লিজেন্ড খেলোয়াড় রফিকুল ইসলাম, ইসতিয়াক, আলী হোসেনসহ ফাতেমা গার্মেন্টস এর স্বত্বাধিকারী কাওসার হোসেন। টুর্নামেন্টে দলের জন্য ভালো পারফর্ম করায় সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের পক্ষ থেকে লিজেন্ড ও আইকন খেলোয়াড় আসাদ গালিবকে পুরুষ্কৃত করা হয়।
একি দিনে বিকেলে ভিক্টর স্পোর্টিং ক্লাব ও এন আর ব্রাদার্স এর মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হয়।ব্যাট করে ২২৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় ভিক্টর স্পোর্টিং ক্লাব।২২৭ রানের টার্গেটে ব্যাট করে ২ উইকেটে ২২৭ রান করে সেমিফাইনাল নিশ্চিত করে এন আর ব্রাদার্স।আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল পল্লবী লিজেন্ড এর সাথে এলিমিনেটর ম্যাচ বিজয়ী এন আর ব্রাদার্স এর ডু অর ডাই ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ আগষ্ট শুক্রবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৮০ জন লিজেন্ড ক্রিকেট খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানের মাধ্যমে ১২ টি দলে ভাগ করে নেন দল মালিকগন। এ টুর্নামেন্টে যাহারা নিবন্ধন করেছেন তাঁদের মধ্যে বেশিরভাগ চাকুরীজীবি, ব্যাবসায়ী,শিক্ষক,অবসরপ্রাপ্ত চাকুরীজীবি, সাবেক সেনা সদস্যসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি টিম হচ্ছে, এন আর ব্রাদার্স,সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ,এম আর ট্রেডার্স,আয়াশ অরিয়র্স,আফিয়া ক্যাডেট কোচিং, হিরোজ অফ এইচএসকে, তসলিমা ডায়াগনস্টিক সেন্টার,ভিক্টর টাইগার্স, থ্রি স্টার, তানিম স্যানেটারী সুপার কিং, পল্লবী লিজেন্ড ও শাইখ স্পোর্টস।