বিশ্বের সবচেয়ে বড় সংগীত স্বীকৃতি গ্র্যামি। যা গত ৬৬ বছর ধরে প্রদান করে আসছে। যথারীতি এবারও সেই প্রস্তুতি প্রায় শেষ। গত নভেম্বরেই ঘোষণা হয়েছে মনোনয়নপ্রাপ্তদের নাম ও অনুষ্ঠানের তারিখ। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।
এরমধ্যে গ্র্যামির শহর লস অ্যাঞ্জেলেসে ঘটেছে ইতিহাসের ভয়াবহতম দাবানলের ঘটনা। যে আগুন জ্বলছে এখনও। এ নিয়ে এবারের গ্র্যামি আসর নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। সঠিক সময়ে হবে তো! নাকি হবেই না। কারণ,… বিস্তারিত