সংস্কার আর সংস্কার। চারদিকে শুধু সংস্কার। এই সংস্কারকে সামনে রেখে মানুষের কত প্রত্যাশা। তবে এ সংস্কারকে সার্থক ও কার্যকরী করে তুলতে হলে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন শিক্ষায়। কিন্তু এদিকে সূর্য ওঠার কোনো লক্ষণ নেই। তাই মনে প্রশ্ন জাগে—টেকসই হবে তো সংস্কার?
সরকারকে সফল করার লক্ষ্যে সংস্কারমূলক কার্যক্রমকে ঘিরে বর্তমান সরকার তার যাবতীয় কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছু মানুষ এ নিয়ে… বিস্তারিত