যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার দুর্ঘটনায় সাকিব হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়লে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত ফাহিম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সাকিব জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও ঝিকরগাছার মোবারকপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাকিব ও ফাহিম প্রাইভেটকারে যশোর থেকে ঝিকরগাছায় ফিরছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলার কৃর্তিপুর মোড়ে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি খাদে পড়ে ঘটনাস্থলে সাকিবের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় ফাহিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। যেভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ধারণা করছি অতিরিক্ত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকাতে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আর আহত যুবক যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা গেজেট/ টিএ
The post যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.