বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহত দুই বন্ধু হলো- পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রুনশি এলাকার আরব আলী খানের ছেলে জয় (১৬) ও একই এলাকার নাসির হাওলাদারের ছেলে সাইমুন হাওলাদার (১৭)।
নিহত জয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সাইমুন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড মুজাহিদিয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সূত্রে জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দুই বন্ধু মিলে ভাড়ায় মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যায়। এ সময় বাড়ি ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে থেমে থাকা গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় মোটরসাইকেল থাকা দুই বন্ধু সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থা তাদের উন্নত ঢামেক হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই বন্ধু চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
The post বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.