ময়মনসিংহের পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে গতকাল এগারোটায় অর্থ পাচারে হোয়াইট কলার অপরাধীদের সম্পৃক্ততা: চ্যালেঞ্জ ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে ডাক্তার, আইনজীবি, শিক্ষক, পুলিশ, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচক ছিলেন, পুলিশ এন সার্ভিসের অতিঃ ডিআইজি রাশিদা খাতুন, ড, শরফরাজ ও অতিঃরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম সরকার।
দেশে মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ পন্থায় অর্থ পাচার প্রতিরোধে আশু করণীয় নির্ধারণের ক্ষেত্রে উপস্থিতিদের মতামত অত্যন্ত মূল্যবান মতামত মূল্যায়ন করা হয়। তাদের দেয়া সমূদয় তথ্য কঠোরভাবে গোপন রাখা শর্তে বিবিধ আলোচনা করা হয়। অর্থ পাচার , কালো টাকা সাদা ও রাষ্ট্রিয় ভাবে প্রতিকারের ব্যবস্থা নিয়ে মতামতের উপর গুরুত্ব আরোপ করেন।
The post অর্থ পাচারে হোয়াইট কলার অপরাধীদের সম্পৃক্ততা: চ্যালেঞ্জ ও প্রতিরোধ সভা appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.