পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে চাটমোহর উপজেলা সদরের একটি বাসা থেকে চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। সে বিস্ফোরক মামলার আসামী ছিল। গতকাল শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
The post পাবনায় উপজেলা মহিলা আ’লীগের সভাপতি গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.