চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহম্মদ নিজামুদ্দিন নদভীকে চান্দগাঁও থানার পৃথক দুটি হত্যা মামলায় আবারও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৬ষ্ঠ আদালত তার এ রিমান্ড মঞ্জুর করে। এদিন সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হলে কসজী শরীফুল ইসলামের আদালত এই রায় দেন।
এর আগে, গত ২২ জানুয়ারি পুলিশের আবেদনের প্রেক্ষিতে পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত। তখন সাতকানিয়া ও লোহাগাড়া থানায় হওয়া বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে নিজামুদ্দিন নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়েছে।
পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।
The post আবারও পাঁচদিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক এমপি নদভী appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024