বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের স্কুল ছাত্র মোঃ রাব্বি হাওলাদার হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে সাকিব (২৭) একই গ্রামের হাকিম খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৮)। শনিবার(২৫ জানুয়ারী)বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকচিশ চর এলাকা থেকে সাকিব ও রহতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর থেকে সাগর খন্দকার গ্রেফতার করা হয়। বরিশাল এয়ারপোর্ট থানা অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন বাবুগঞ্জে চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার এজাহারভুক্ত ৩ ও ৪ নম্বর আসামীকে গ্রেফতার করা হয়েছে। ৪ নম্বর আসমী সাগর খন্দকারকে র্যাব-৮ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে। আমরা ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছিলাম। তিনঘন্টার মধ্যে মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আজও রাব্বি হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। সকালে মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করেন এলাকার বাসিন্দারা। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকার এ সড়ক অবরোধ করা হয়। এর আগে চলতি মাসে গত বুধবার সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে মোঃ রাব্বি হাওলাদার (১৮) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ । ওই ঘটনায় নিহত বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আর কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
The post বাবুগঞ্জে রাব্বি হত্যা মামলার ২ আসামি গ্রেফতার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.