
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় ডুমুরিয়ার স্বাধীনাতা চত্বরে গনসমাবেশ বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা শাখা সভাপতি মাওলানা ওমর আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোহাঃ ওলিয়ার রহমানের পরিচালনায় উপজেলা কার্যালয়ে উপজেলার মাগুরখালী ,মাগুরাঘোনা, ও রূদাঘোরা ইউনিয়নের দায়িত্বশীলদের সাথে মতবিনিবার সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুঃ বেলাল হোসাইন, মো. কারী আব্দুস সামাদ ,মোহাম্মদ জামির হোসেন জোয়ারদার, শামীম হোসেন শেখ, মো. আলমগীর হোসেন শিমুল প্রমুখ নেতৃবৃন্দ।
গণসাবাবেশ এর প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন জেলা শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলার সহ সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি হাঃ আসাদুল্লাহ আল গালিব, জেলা জয়েন্ট সেক্রেটারি রেজাউল করিম সরদার, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ফজলুল হক, জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা, উপজেলা শাখা দ্বীনি সংগঠনের দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন।
গণ সমাবেশের সভাপতিত্ব করবেন ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা উমার আলী।
খুলনা গেজেট/এএজে
The post ডুমুরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ৩০ সেপ্টেম্বর appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.