স্নায়ুচাপ ধরে রেখে ফুলহ্যামের মাঠে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের চমৎকার গোলে এক ম্যাচ পর জয়ে ফিরেছে তারা। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে তারা প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে।
৭৮তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে মার্টিনেজের শট জালে জড়ায়। সাসা লুকিচের শরীরে বল ছুয়ে বার্ন্ড লেনোকে পরাস্ত করে।
গত সপ্তাহে ব্রাইটনের কাছে লিগে নবম ম্যাচে ষষ্ঠ হার… বিস্তারিত