ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নের সানাদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে (৫ ) জন আহত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ইং) সকাল ৭টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের সানাদিয়া গ্রামে আপন দুইভায় ইব্রাহিম ও ছমির উদ্দিন এর মধ্যে বাড়ির জমিনের শিমাণা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো দুই ভায়ের মধ্যে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মোঃ ছমির উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৩০), মোঃ ফারুক মিয়া (৩৫)। অপরদিকে ইব্রাহিম মেয়ে মোছাঃ শাবানা আক্তার (৩২) (২৮)।
এই ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। জমি সংক্রান্ত বিরুদ্ধের দুই পক্ষের আহত লোকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় থানা পুলিশ।
সানাদিয়া এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার সাধারণ মানুষ প্রশংসা করছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সেবায়। আইনসংঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতে সাধারণ মানুষকে সচেতন করেছেন ওসি সফিকুল ইসলাম খান। এখন কোতোয়ালি থানার প্রতিটি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।
The post পরানগঞ্জের সানাদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষে সংঘর্ষে আহত ৪ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.