![](https://songbadpatra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জাতীয় দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি বিকালে আন্দরকিল্লাস্থ অফিসে মতবিনিময় সভা চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আকতার উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জসিম উদ্দিন মিঠুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, রিহ্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল চেয়ারম্যান দেলোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন দৈনিক প্রথম সূর্যোদয় সম্পাদক মুহাম্মাদ আরফিন।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জিএম মাহাবুব হোসেন।
প্রধান অতিথি হাজী দেলোয়ার হোসেন বলেন, দৈনিক প্রথম সূর্যোদয় অন্ধকারে আলো ফেলে সত্য তুলে আনে। প্রথম সূর্যোদয় গণমানুষের কথা বলে। সমাজের সঠিক চিত্র তুলে নিয়ে আসে। আমরা যখন ভুল পথে চলতে শুরু করি প্রথম সূর্যোদয় আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়।
দৈনিক প্রথম সূর্যোদয় সম্পাদক মুহাম্মাদ আরফিন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও দৈনিক প্রথম সূর্যোদয় কখনো সত্য প্রকাশে পিছপা হয়নি। এ কারণে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে পত্রিকাটি। পত্রিকাটির কণ্ঠরোধ করতে বারবার চেস্টা হয়েছে। তারপরও আমরা কোন পক্ষের সাথে আপোষ করিনি।
লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন, প্রথম সূর্যোদয় আমাদের কাছে দেশের সঠিক চিত্র জানার আসল মাধ্যম। সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে নির্ভিক চিত্তে পত্রিকাটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আকতার উদ্দিন রানা বলেন, শুধু একটি পত্রিকা নয়, প্রথম সূর্যোদয় একটি আন্দোলনের নাম। এই আন্দোলন অসত্যের বিরুদ্ধে, এই আন্দোলন জুলুম সন্ত্রাসের বিরুদ্ধে, এই আন্দোলন সকল অপশক্তির বিরুদ্ধে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্যদিয়ে প্রথম সূর্যোদয় পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, চকরিয়া প্রতিনিধি বেলাল উদ্দিন, মহানগর প্রতিনিধি রতন বড়ুয়া, মহিউদ্দিন মোঃ আলমগীর, রাউজান প্রতিনিধি মোঃ শাহেদুর রহমান, লামা উপজেলা প্রতিনিধি নাজমা সোলতানা ও বন্দর প্রতিনিধি মোহাম্মদ সেলিম প্রমুখ।
The post বস্তুনিষ্ঠতার কারণেই প্রথম সূর্যোদয় সকলের কাছে প্রিয় appeared first on Ctg Times.