![](https://songbadpatra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সড়ক দুর্ঘটনা রোধে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা বাজার হতে কালিকাপুর সড়কে সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনসাধারণ। বুধবার (২৯ জানুয়ারী) কালিগঞ্জ উপজেলা কালিকাপুর সবুজ সংঘের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মামুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষ্ণনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ইউসুফ আলী, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ইদ্রিস আলী, মাওলানা নাজমুল আহসান, কালিকাপুর সবুজ সংঘের সদস্য আব্দুল কাদের ও আবু হাসান প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে দিনের বেলায় ট্রলি, ডাম্পার ও ট্রাক্টর চলাচল বন্ধ, মোটর সাইকেলের গতিসীমা সর্বোচ্চ ৪০ কিলোমিটার ও সকল যানবাহন যাতে নির্দিষ্ট গতিসীমা মেনে চলে সে ব্যাপারে কঠোর নজরদারির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
খুলনা গেজেট/ টিএ
The post কালিগঞ্জে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.