![](https://songbadpatra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://www.amaderbarisal.com/wp-content/uploads/2025/01/IMG-20250129-WA0071-1024x576.jpg)
নাজমুল হক মুন্না, উজিরপুর :: তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খাঁন, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু। সহকারী শিক্ষক মোঃ রাসেল আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, নজরুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপি মহিলা দল সভানেত্রী শিল্পী খানম, পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রীন্স,উপজেলা শ্রমিকদল নেতা সোলাইমান হোসেন হাইয়ুম খাঁন, পৌর জামায়েত ইসলামের আমীর আল-আমিন সরদার,সাবেক আমির আফতাব হোসেন,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক রিয়াজ উদ্দিন রাড়ী, আদনান হাসান নাদিম, সাকির আহমেদ অনতু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।৩০ জানুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হবে।
The post উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.