![](https://songbadpatra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
![](https://www.amaderbarisal.com/wp-content/uploads/2025/01/IMG_0733.jpeg)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মাদ্রাসার অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় শিক্ষকদের লাইব্রেরিতে তালাবদ্ধ করে প্রায় দুই ঘণ্টা ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনতিবিলম্বে মাওলানা মোস্তাফিজুর রহমানের মুক্তির দাবির জানান, তাদের দাবি পূরণ না হলে লাগাতার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় লাইব্রেরিতে অবরুদ্ধ শিক্ষকদের মুক্ত করে, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে দিয়েছি।
এ সময় কলাপাড়া থানা পুলিশের সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি মাদ্রাসার শিক্ষক আব্দুল হাইয়ের ছেলে মাহবুব এলাহী ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মামলা করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
The post কলাপাড়ায় অধ্যক্ষকে কারাগারে নেওয়ায় সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষার্থীরা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.