![](https://songbadpatra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পটুয়াখালী প্রতিনিধি:
![](https://www.amaderbarisal.com/wp-content/uploads/2025/01/IMG_0742-1024x512.jpeg)
পটুয়াখালী জেলা জজ আদালত চত্বরে বেশ কয়েক জন আসামীকে মারধর করে গুরুত্বর জখম করা হয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য এক জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পটুয়াখালী জেলা জজ আতদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলায় অংশ নেয়া সকলেই পটুয়াখালী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ ছাড়া হামলায় সরাসরি দুই জন আইনজীবী অংশ নিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এদিকে হামলার সময় উপস্থিত স্থানীয়রা ছবি এবং ভিডিও ধারন করলেও হামলাকারীরা হুমকি দিয়ে জোর পূর্বক হামলার ছবি এবং ভিডিও ডিলেট করতে বাধ্য করেন। হামলায় আহতরা হচ্ছেন মোঃ সোহাগ, সোহাগ মিয়া এবং মোঃ জামাল। এদের মধ্যে সোহাগ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয় হচ্ছে। আহত সোহাগ সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের ভাতিজা এবং কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার ছোট ভাই।
হামলায় গুরুত্বর আহত সোহাগ মিয়ার বড় ভাই আল আমিন জানান, ২০১২ সালে কলাপাড়ায় ছাত্রদল নেতা মোঃ জিয়া নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী একটি মামলা করা হয়। সেই মামলার আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বুধবার পটুয়াখালী আদালতে হাজিরা দিতে আসলে মামলার বাদী সহ পটুয়াখালী বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় তারা ইট দিয়ে আঘাত করে সোহাগ এর হাটু থেতলে দেয় এবং বাকীদের ব্যাপক মারধর করে। এদিকে হামলার পর পরই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও আহতদের সেখানে চিকিৎসা নিতে দেখা যায়নি। তবে এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে মটরসাইকেলে করে টহল দিতে দেখা যায়।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ‘হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসার পরও আজ আদালতে হাজিরা দিতে গেলে তাদের ১০ থেকে ১২ জনকে মারধর করে আহত করা হয়েছে। আহত করার পর তাদের কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বসাকবাজার এলাকায় ছেড়ে দেয় হয়। তারা তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আদালতের মত জায়গায় আজ মানুষের নিরাপত্তা নাই।’
এদিকে আদালত চত্বরে হামলা ও মারধরের ঘটনায় সাংবাদিকরা পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতির মাধ্যমে সিসি টিভি ফুটেজ চাইলেও তা পাওয়া যায়নি। তবে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.এ.টি এম. মোজাম্মেল হোসেন তপন বলেন, ‘আমি তখন আদালতে ছিলাম, কি হয়েছে তা ঠিক বলতে পারছি না।
এদিকে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.ওয়াহিদ সরওয়ার কালাম বলেন, ‘আদালত চত্বরে এ ধরনের ঘটনা আইনজীবীদের জন্য দুঃখ জনক। এ বিষয়ে সকলের প্রতিবাদ করা উচিত। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে বলেন, ‘সাংবাদিকদের সাহসী হতে হবে, সত্য তুলে ধরতে হবে।’
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ বলেন ‘আদালত চত্বরে হামলার সংবাদ শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয় আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। শুনেছি আহতরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’
The post পটুয়াখালী আদালতে হাজিরা দিতে আসা আসামীদের মারধর; ইট দিয়ে পা থেতেলে দিলো হামলাকারীরা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.