হায়ার পার্টনার্স মিট ২০২৫ এ সম্মাননা পেলো টিভি হাট

২০২৪ সালের সাফল্যের জন্য হায়ার পার্টনার্স মিট ২০২৫-এ তিনটি সম্মানজনক পুরস্কার অর্জন করেছে টিভি হাট।
অনুষ্ঠানে হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি. ওয়াং সিয়াংজিং এবং হায়ার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (হেড অফ বিজনেস) আশরাফুল আলম টিভি হাটের ম্যানেজিং ডিরেক্টর নাঈম আহসান-এর হাতে পুরস্কারগুলো তুলে দেন। পুরস্কারগুলো হলোঃ টিভি বিক্রয়ে সর্বোচ্চ অবদানের জন্য হায়ার বিজনেস হায়েস্ট কন্ট্রিবিউশন …