শহুরে সবুজে লতানো আবেগের সুঘ্রাণ কই!
ভেবেছিলাম শহুরে সবুজেও বুনো সুগন্ধি থাকে;
থাকে মায়াবী সজীবতা।
কিন্তু না, এ সবুজ বড় বেশি কৃত্রিমতার ছায়া,
সজীবতাও টিকে থাকে অনেক কিছুর সংমিশ্রণে। ভালোবাসা কিংবা মায়ার চাষাবাদ—
এখানে অযাচিত এবং নিতান্তই নির্বোধের প্রলাপ।
আমি এক সবুজ প্রজাপতি!
পাথরের নগরের কৃত্রিম রং আর ধুলো ধোঁয়ায়
আমার দেহমনের রং ক্রমশই মলিন হয়ে যায়,
মেকি সবুজের অক্সিজেনেও দমে দমেই হাঁপিয়ে উঠি!
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024