
ভারতের বিপক্ষে কানপুর টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন নাজমুল শান্ত ও মুমিনুল হক।
বাংলাদেশ ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। ওপেনার সাদমান ২৪ রান করে লেগ বিফোর হয়েছেন। জাকির ২৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।
এর আগে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। প্রায় এক ঘণ্টা পরে টস হলেও প্রথম দিন বৃষ্টির শঙ্কা রয়েই গেছে।
কানপুর টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার জায়গায় খেলছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারতের একাদশ: জশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
খুলনা গেজেট/এনএম
The post শুরুতে ২ উইকেট হারাল বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.