
গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি: গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের এক ডেড় বছরের শিশু বাচ্চা ডুবে মারা গেছে। শিশুটি আলিনগর জাইদুল ইসলাম এর ছেলে নাইম বয়স দেড় বছর।
ঘটনার বিবরন জানা যায়, আলিনগর বেড়ি বাটরা গ্রামে শিশু বাচ্চাটি খেলাধুলার একপর্যায়ে ডিপটিউবয়েলের হাউজের মধ্যে পড়ে যায় শনিবার বিকেলে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয়রা বাচ্চাটিকে দেখতে পেয়ে উদ্ধার করে।
এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম বলেন বাচ্চাটি ডুবে মারা গেছে জানতে পেরে আমি গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসারকে অবহিত করি তিনি থানার আনুষ্ঠানিকতা শেষ করে মাটি দেয়ার জন্য অনুমতি দিবেন।
The post গোমস্তাপুরে পানিতে শিশুর মৃত্যু appeared first on সোনালী সংবাদ.