
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু দ্রুত সমাধান না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (১ ফেব্রয়ারি) সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলায় বিসিবির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব।
তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’
The post বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়ার বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ appeared first on Bangladesher Khela.