
নেইমার জুনিয়র। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ‘মাস্টার ক্লাস’ ড্রিবলিং বয়। মাঠের সবুজ গালিচায় যখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে প্রবেশ করেন ডি বক্সে। তখন তার ড্রিবলিং দেখে মনে হতে পারে কোনো জাদুকর তার পায়ের জাদুতে আঁকছেন বিশ্বের বিখ্যাত সব চিত্র। তবে তিনি জাদুকর না হলেও তাকে ভালোবেসে সান্তোসের সমর্থকরা ডাকেন ‘রাজপুত্র’ বলে।
২০১৩ সালে যখন সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব… বিস্তারিত