
সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক এমপি ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ ৪৩ জনের নাম উল্লেখ করে আড়ংঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০/২০০ জন। আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নারায়ণ মিশ্র বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গত ৪ আগস্ট আড়ংঘাটা বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, দিঘলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, আওয়ামীলীগ নেতা মোঃ দাউদ হায়দার, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাসেল জামান, খানজাহানআলী থানা যুবলীগের আহবায়ক ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, সাবেক ১ নং ওয়ার্ড কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন মিনা, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাই ও তার ব্যক্তিগত সহকারি শাহাবুউদ্দিন আহমেদ প্রমুখ।
খুলনা গেজেট/এমএম
The post আড়ংঘাটায় সাবেক এমপি মন্নুজান-কামালসহ ৪৩ জনের নামে মামলা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.