তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বাই সাইকেল নিয়ে ব্যায়াম করতে গিয়ে বাই সাইকেল থেকে পড়ে,এক যুবকের মৃত্যু হয়েছে।

ওই যুবকের নাম নাম সাখাওয়াত হোসেন (২২)। সে তানোর পৌর সভার টেকনিক্যাল এন্ড বিসনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের
ড্রেস মেকিং বিভাগের সহকারী শিক্ষক গুবির পাড়া গ্রামের খালিদুর রহমানের ছেলে।

রোববার বিকাল ৫ টার দিকে ব্যায়াম করার জন্য বাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে মোহর গ্রামের দিকে যাচ্ছিলো। এসময় মোহর গ্রামের হাকিম বাজার মোড়ের কাছে হঠাৎ বাই সাইকেল থেকে পড়ে যায়।

এসময় মোড়ের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারসহ চিকিৎসকরা বলেন, স্টক করে সে সাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।

এ রিপোর্ট লিখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত মৃতের লাশ তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ছিলো। সাখাওয়াতের মৃত্যুতে গুবির পাড়া গ্রামসহ পুরো তানোরসহ সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।

The post তানোরে বাইসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু appeared first on সোনালী সংবাদ.