বাকেরগঞ্জে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং : রাত জেগে পাহাড়া

বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গভীর রাতে এলাকায় ডাকাত প্রবেশ করেছে জানিয়ে পাড়া ও মহল্লার মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার পর থেকে বিভিন্ন এলাকার মসজিদ থেকে কিছুক্ষণ পরপরই এসব সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

খবর শুনে ইতোমধ্যে ডাকাতি প্রতিরোধে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে এসেছেন।

এছাড়াও পৌর এলাকাসহ পাদ্রীশিবপুর ও রঙ্গশ্রী ইউনিয়নের একাধিক ব্যক্তির ব্যবহারিত ফেসবুক আইডি থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে সকলকে সতর্কের বার্তা জানিয়েছেন। এ নিয়ে বিভিন্ন এলাকা এখন আতঙ্ক বিরাজ করছে।

ডাকাত আগমনের সত্যতা জানতে বাকেরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে, কোনোস্থানেই থানা পুলিশ ডাকাতির সংবাদ পাননি বলে জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আমি নিজেসহ পুলিশের টহল দল রাস্তায় রয়েছি। কোথাও ডাকাতির কোনো সংবাদের সত্যতা মেলেনি।

The post বাকেরগঞ্জে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং : রাত জেগে পাহাড়া appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.