ভান্ডারিয়া(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক সহপাঠী ও তার সহযোগীদের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় শাওনা খান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, শ্রেণিকক্ষে মোবাইল চুরির ঘটনার বিরোধের জেরে সহপাঠীদের মারধরে গুরুতর আহত হওয়ার পর ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। শাওন উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে ও তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ ভান্ডারিয়ায় নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই শাওন একটি মোবাইল নিয়ে স্কুলে যায়। মোবাইলটি তার এক সহপাঠী চুরি করেছে বলে সন্দেহ করে সে। এরপর মোবাইল চুরির বিষয়টি শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে অভিযোগ করে শাওন। একপর্যায়ে শ্রেণি শিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে শাওনের সহপাঠীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে সহপাঠীর সঙ্গে শাওনের বিরোধের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের দাবি, ওই বিরোধের জেরে গত মঙ্গলবার অভিযুক্ত সহপাঠী তার কয়েকজন সহযোগী নিয়ে শাওনকে আটকে বেধড়ক মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের চাচা সাইদুল ইসলাম বলেন, ‘শাওনের এক সহপাঠী মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে অভিযুক্ত সহপাঠী তার সহযোগীদের নিয়ে শাওনকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, ‘স্কুলে শাওনের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে তার সহপাঠীকে ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দিই। পরে শাওনকে কে বা কারা মেরেছে তা আমার জানা নেই।’
বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মৃত্যু হয়। মরদেহ এখনও ঢাকা থেকে আনা হয়নি। মরদেহ ঢাকায় ময়নাতদন্ত করে আজ শুক্রবার এলাকায় (ভান্ডারিয়া) নিয়ে আসা হবে বলে জেনেছি।’
The post ভান্ডারিয়ায় মোবাইল চুরির অপবাদে ‘সহপাঠীর হামলা’, স্কুলছাত্র নিহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.