
সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর ৭নং ওয়ার্ড কমিটি গঠন কল্পে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উত্তর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খালিশপুর থানা কমিটির সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। পরিচালনা করেন সংগঠনের সম্পাদক মাহবুবুল হক।
বক্তৃতা করেন সংগঠনের সম্পাদক খলিলুর রহমান সুমন, সদস্য মাহবুব আলম বাদশা, দুর্বার সংঘ ক্লাবের নেতা হৃদয় হাসেম আসমত, জাহিদুল ইসলাম প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে কামরুল ইসলাম আলমগীরকে আহবায়ক ও মো. সোহেল গাজীকে সদস্য সচিব করে সুজন ৭নং ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়।
খুলনা গেজেট/এএজে
The post নগরীর ৭নং ওয়ার্ডে সুজন’র কমিটি গঠন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.