
বাগমারা প্রতিনিধি: ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগমারায় দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি রক্ষায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইমসলাম।
ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মেজবাউল হক দুলুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা রিনা ইসলামের সঞ্চলনায় বুধবার উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়ক এস.এম শফিকুল রহমান, জেলা সমন্বয়কারী রোকনুজ্জামান, বাগমারা পিএফজির সমন্ময়কারী মাহফুজুর রহমান প্রিন্স, মাস্টার জিল্লুর রহমান, ফজিলা খাতুন, মাওলানা আব্দুস সোবহান, সহকারী শিক্ষক কামরুন নাহার, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক নাজমুল হক টিপু, ইয়ুথ পিস অ্যাম্বাসেডরের প্রধান সমন্বয়ক সোহেল রানা ও সহকারি সমন্বয়ক নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
The post বাগমারায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় র্যালি ও আলোচনা সভা appeared first on সোনালী সংবাদ.