তানোরে জামায়াতের নায়েবে আমির
তানোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ধনী-দরিদ্র, সবল-দুর্বল আর সুস্থ-অসুস্থ সবার জন্যে সমতার নীতি বজায় রাখতে সকল ধর্মেই আদেশ দেয়া হয়েছে।
একজন মানুষ কখনও শারীরিক বা মানসিকভাবে হতে পারে না স্বয়ং সম্পূর্ণ। কিছু না কিছু সমস্যা তার থাকেই। এই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। বিশেষ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ইসলামেও আলাদা সম্মান দিয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর তানোরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজে প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে।
কিন্তু প্রতিটি ধর্মের নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে সদাচরণ, সাহায্য-সহযোগিতা এবং অন্যদের ওপর তাদের অগ্রাধিকার দেয়া উচিত। যেকোনো বিপদ আপদে তাদেরকে সাহায্য করাই আমাদের সবার দায়িত্ব।
তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে চেষ্টা চালাতে হবে। তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা এবং আত্মবিশ্বাসও বাড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা ব্যাপারে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান ও সেক্রেটারী ডিএম আক্কাছ আলী প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
The post ‘সমতার নীতি বজায় রাখতে সব ধর্মেই আদেশ দেয়া হয়েছে’ appeared first on সোনালী সংবাদ.