সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া আন্ধার দীঘি গ্রামে দুর্ঘটনায় ভুটভুটি চালক আলমগীর হোসেন (২৬) নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় আলমগীর তার ভুটভুটি নিয়ে সীমান্ত সংলগ্ন চকচকির মাঠ থেকে সরিষা বোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথে তার চলন্ত ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সরিষা বোঝায় ভুটভুটির নিচে চাপা পড়েন তিনি।
উল্টে যাওয়া ভুটভুটির নিচে চাপা পড়া অবস্থায় আলমগীরকে স্থানীয় কৃষকরা উদ্ধার করেন, কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে তাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। নিহত আলমগীর হোসেন হাপানিয়া আন্ধার দিঘী গ্রামের জমশেদ আলীর ছেলে বলে জানা গেছে।
The post সাপাহারে ইঞ্জিন চালিত ভুটভুটি উল্টে চালক নিহত appeared first on সোনালী সংবাদ.