সাতক্ষীরা পৌর শহরের কুখরালী এলাকায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শ্যালো মেশিনের সুইচ দেয়ার সময় এ ঘটনা ঘটে।
মাছ চাষী ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণ পাড়া এলাকার মো. আবুল খায়েরের ছেলে।
কুখরালী এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী রাহাত রাজা জানান, ফিরোজ হোসেনের কুখরালী এলাকায় একটি মাছের ঘেরে মাছ চাষ করেন। সকালে ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি শ্যালো মেশিনের সুইচ দেন। এসময় অসাবধানতাবশত: লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে
The post সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ চাষীর মৃত্যু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.