স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা ও রাজশাহী বিশ্ববিদ্যায়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এবং ‘পারিবারিক ও সামাজিক দর্শনে রাসুলুল্লাহ (সা.)’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন সীরাত বিশ্বকোষের বিশিষ্ট লেখক ও অনুবাদ ড. ইমতিয়াজ আহমদ।
রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক শ.ম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী মিশু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ড. হাসনাত আলী, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু। এসময় নাতে রাসুল পরিবেশন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাশের যুগ্ম মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল ও সদস্য মুহিব্বুল আরেফিন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সাবেক সভাপতি আব্দুস সবুর, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুলু, জিয়াউল গনি সেলিম, আনিসুজ্জামান, আজাহার উদ্দিনসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
The post রাজশাহী প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও দোয়া appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024