ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস রোডের উজান বাড়েরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, শেরপুরের ফকির আলমগীর ও মেহেদী হাসান মাহবুব।

ডিবির ওসি আবুল হোসেন জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর উজান বাড়েরা এলাকায় ঢাকা বাইপাস রোডের পাশে একটি ফুড ভিলেজের সামনে সাতশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, শেরপুরের শ্রীবর্দীর ফকির আলমগীর ও মেহেদী হাসান মাহাবুব। ডিবির ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে কােতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

The post ময়মনসিংহে ৭শত পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার ২ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.