স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা হরতালের প্রতিবাদে শাহমখদুম ও চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথ সভা করা হয়েছে।

সোমবার সকালে রাজশাহী রেলগেট থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে রাজশাহী রেলভবনে গিয়ে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার। প্রধান অতিথি চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ফাইজুল ইসলাম।

সভায় চন্দ্রিমা থানা বিএনপি সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও চন্দ্রিমা থানার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রনজুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post নগরীতে বিএনপির প্রতিবাদ মিছিল appeared first on সোনালী সংবাদ.