ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১৯ ফেব্রুয়ারী বুধবার সকালে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ এর উপর দুইদিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, মা ও শিশু,মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দুটি স্তরকে বিন্দুমাত্র অবহেলা করা যাবে না।তাই প্রশিক্ষকদের এই প্রশিক্ষন নেয়ার মাধ্যমে সংশ্লিস্টে এলাকায় মায়ের পুষ্টি এবং শিশুর যত্নের নানা বিষয় তুলে ধরার আহবান জানান তিনি। একজন সুস্থ শিশু দেশের সম্পদ। গর্ভবতী মায়েদের যত্ন নিলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে। গর্ভকালীন মায়েদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন সুলতানা তার বক্তব্যে বলেন, মা একটি শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। তাই মাকেই তার শিশুর জন্মের পরের পরিচর্যাগুলো যুগোপযোগীভাবে করতে হবে। এ ক্ষেত্রে প্রসবের আগে ও পরে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

ফুলবাড়ীয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৌশিক সাহা প্রমুখ।
প্রশিক্ষণে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী ১০৮ জন অংশ গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষ হবে।

The post ফুলবাড়ীয়ায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.