
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন রনি হোসেন (২৪) নামের এক শিক্ষার্থী। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত সোমবার রাতে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ওই শিক্ষার্থী। রনি হোসেন রাজশাহী নগরের নিউ গভ. ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী নগরীতে থাকেন। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় চা পান শেষে মাদ্রাসা মাঠের পাশ দিয়ে হেঁটে আসছিলেন রনি। মাঠের পেছনে পুকুরের কাছাকাছি ও স্পোর্টিং ক্লাবের পাশে আসামাত্র দুই ব্যক্তি তাঁর পথরোধ করে।
তারা বলতে থাকে, ‘এই, তোর পকেটে কী আছে? তোর পকেটে অবৈধ জিনিস আছে।’ এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে রনির গলায় ছুরি ধরে তাঁর মানিব্যাগ কেড়ে নেয় ওই দুই ব্যক্তি। মানিব্যাগে ১০০ টাকা রেখে বাকি ৪ হাজার ২০০ টাকা কেড়ে নিয়ে যায় তারা। যাওয়ার সময় ছিনতাইকারী বলে যায়, ‘প্রাণভিক্ষা দিলাম, কাউকে বলবি না।’
The post নগরীতে শিক্ষার্থীর টাকা ছিনতাই ‘প্রাণভিক্ষা দিলাম, কাউকে বলবি না’ appeared first on সোনালী সংবাদ.